বৈশাখ যেমন..
চৈত্রের কঠিন সর্বনাশ স্তিমিত করে বৈশাখ আসে
শিলাবৃষ্টিটিষ্টি নিয়ে অনেক বেশি প্রাকৃতিক
হয়ে উঠি; আমের মুকুল ঘিরে তুঙ্গে ওঠে ব্যস্ততা
সমগ্র চিন্তা ও মননকে নিজের দিকে টেনে নেয়
বালি চিকচিক করা হাঁটুজল নদী
এবং তটজুড়ে এলিয়ে থাকা কালচে সবুজ
তরমুজের ত্বকে মিশে যাওয়া রোদ ও হাওয়া
ধীরে ধীরে নেমে আসি আলপথের ওপর
সাদা ধবধবে বকের দিকে তাকালেই
অনন্ত বুঝছি, ভয়ে গুটিয়ে নিচ্ছি অন্তর ।
কোথায় যে আসলে এসে পড়েছি ?কোন কালখন্ডে ?
নতুন লাগার কথা নয়,তবু নতুন লাগে সব…
বৈশাখ এবং…
উজ্জ্বলতা দান করে সে
জীর্ণ ঘাসেদের
রোদ্রে ও ঘ্রাণে
উদ্ভাসিত পিঁপড়ের জীবন
ফুল ফোটে টগর
চোখে আলো এসে লাগে শুভ্রতার
ভাবতে উদ্ধুদ্ধ করে
কী সরলতায় আপ্লুত করে
স্নিগ্ধ সবুজ পাতা!
সব সাজ খুলে
দিগন্তস্থিত গাছ হয়ে যাই….